চলতি মাসে ফের বন্যার আভাস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ভারতের উজানের ঢল ও ভারি বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলের ১১ জেলায় বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। চলতি সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের উপ-পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ড. মো. ছাদেকুল আলম এতে সভাপতিত্ব করেন।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এসময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩-৫ দিন হালকা বজ্রঝড় হতে পারে।
গত মাসের চেয়ে এই মাসে গরম বেশি অনুভূত হতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়, সেপ্টেম্বরে দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগস্ট মাসে দৈনিক সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীতে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রংপুরের রাজারহাটে। বন্যার পানিতে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও ফেনী জেলায় অনেকের বসতঘর পুরোটাই যেন ধ্বংসস্তূপ। বানভাসি পরিবারগুলো সব হারিয়ে পথে বসার উপক্রম। খাবারের পাশাপাশি পুনর্বাসনের চিন্তায় তাদের চোখে ঘুম নেই। এর মধ্যেই ফের বন্যার আভাস দেওয়া হয়েছে।