সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভারত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক প্রক্রিয়া নিয়মিত সক্রিয় করতে চায়। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনের বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া পুনরায় নিয়মিত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে জোর দেয়া হয়।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টা তৌহিদ হোসেনের হওয়া বৈঠক প্রসঙ্গ তুলে উপদেষ্টা এবং হাইকমিশনার দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার ওপর জোর দেন।
তারা বাণিজ্য, প্রকল্প এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। হাই কমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয়।