রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের বিষয়ে এবার ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই জোট রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে মত দিয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে বিএনপি এখনো দলীয়ভাবে মতামত জানায়নি। এ ব্যাপারে তারা বিএনপির মতের অপেক্ষায় রয়েছেন। গতকাল রোববার বিকাল ৪টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেন ছাত্র নেতারা। পরে তারা সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। বৈঠকে ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম। ছাত্রদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আদিব মমিন আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুউদ প্রমুখ উপস্থিত ছিলেন।