মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত
পাবনায় ট্রাকের ধাক্কায় ৪ কৃষি শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ ও পাবনা প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজধানী জুরাইনের বাসিন্দা সোহান মিয়া, শিশুপুত্র ইমি, স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম, শ্যালিকা অ্যানি আক্তার। সোহান মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গতকাল প্রাইভেটকার করে রাজধানী জুরাইন থেকে সোহান মিয়া স্ত্রী সন্তানসহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের উদ্দেশ্যে মাওয়ামুখী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু ইমি নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সোহান মিয়া, তার স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম, শ্যালিকা অ্যানি আক্তার নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত চারজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের বেপরোয়া গতির বাসটি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঢাকার কেরানীগঞ্জ এলাকার এই দুর্ঘটনায় যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, পুলিশ বাসটি আটক করেছে।
সাঁথিয়া (পাবনা) : ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা নসিমনের ৪ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ জন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভোরে সাঁথিয়া উপজেলার মাধপুর-বেড়া স্থানীয় মহাসড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে রিপনের বাড়ির নিকট। এ ঘটনায় সাঁথিয়া থানাপুলিশ লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন, ছোন্দহ গ্রামের সাঈদ মোল্লার ছেলে রাসেল, নজিমুদ্দিনের ছেলে ধনি প্রামানিক, আব্দুল জলিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নসিমনে করে কয়েকজন কৃষি শ্রমিক পেঁয়াজ বপনের জন্য সুজানগর বামনদি যাচ্ছিল। এমন সময় রাঙ্গামাটিয়া রিপনের বাড়ির নিকট করিমন নষ্ট হওয়ায় দাঁড়িয়ে ঠিক করে নিচ্ছিলেন চালক। এমন সময় মাধপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা করিমনকে ধাক্কা দেয়। এতে করিমন উল্টে ঘটনাস্থলে ৩ কৃষি শ্রমিক নিহত হয় ও ৫ জন আহত হন। হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। সাঁথিয়া থানার ওসি রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
