ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে

তারেক রহমান
স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে। পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার শাহেদ গার্ডেনে একটি কর্মশালায় ভার্চুয়ালি তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকে দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত দুই বছর আগে ৩১ দফা পেশ করে। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা জানতাম এ সরকারের পতন হবেই। তাই আগে থেকে আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিই। তিনি বলেন, আমরা একত্রে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সবসময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যে কোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করবে।

তারেক রহমান বলেন, ১৫ বছরে দেশে দ্বি-রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে জনমানুষের জন্য রাজনীতি করেছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে ও সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়া হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল বৃহস্পতিবার মাগুরা অডিটোরিয়ামে জেলা বিএনপির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে ও রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে নারীকে আরো বেশি যোগ্যতা অর্জন করার সুযোগ করে দেবে বিএনপি। একই সাথে নারীদেরও আপন শক্তিতে মহিমান্বিত হয়ে উঠতে হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রশিক্ষণে তারেক রহমান মাগুরা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার তৃণমূলের নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আরো বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম আর রক্তদানের পর বিএনপির স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আগামীতে দেশ গড়তে নেতাকর্মীদের রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। সভায় জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অপরদিকে কুষ্টিয়ায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভারর্চুালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। তিনি বলেন, নির্বাচনিব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনোকিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যা-ই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই, সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে। এই লক্ষ্য পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করবো। এসময় তারেক রহমান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবেই। সেই বিশ্বাস থেকেই আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। স্বৈরাচার সব কিছু ধ্বংস করেছে সেই দেশকে মেরামত করতে হবে। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে তার সবই এই ৩১ দফায় রয়েছে। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এর আগে কীভাবে রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণ হবে, কীভাবে মানুষের কাছে গণতান্ত্রিক বিএনপির রাজনীতি জনপ্রিয় করতে হবে সেইসব বিষয়ে কুষ্টিয়াঞ্চলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ দেন প্রশিক্ষক প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, ফারজানা শারমিন পুতুল, সাইফ মোহাম্মদ জুয়েল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত