দূষণ

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ড্রেন হয়ে ডাইং কারখানার বেগুনি রঙের দূষিত পানি এসে পড়ছে বুড়িগঙ্গা নদীতে। বাতাসে ভেসে আসছে ক্যামিকেলের গন্ধও। এলাকার পরিবেশ বিপন্ন করছে এই দূষিত পানি। ছবিটি গতকাল শ্যামপুরে বুড়িগঙ্গার নদীতীর থেকে তোলা * এম খোকন সিকদার