হাসিনা পরিবারের নামে থাকা ৯৭৭ স্থাপনার নাম পরিবর্তন

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে করা হয়েছিল। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের নাম ইতোমধ্যেই পরিবর্তন করা হয়েছে এবং অবশিষ্টগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বিকেলে ফেসবুক পেজ Chief Advisor Gob -তে প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।