‘ভিন্নমত নিয়েই সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে’
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কারো সাথে মতের অমিল থাকতেই পারে। কিন্তু ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য। মতের এই ভিন্নতাকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে। কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘ সময় দেশে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি। তবে সবাই যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।
ফখরুলের সঙ্গে দেখা করলেন চীনা রাষ্ট্রদূত : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনে সম্প্রতি বিএনপির প্রতিনিধিদলের সফর নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। এর আগে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ জুন বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল চীন সফরে যান। তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বিএনপি মহাসচিব চীনের পররাষ্ট্র বিষয়ক উপ মন্ত্রী সান ওয়েইডং, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গেও বৈঠক করেন।
