রাজধানীতে তিন বাসে আগুন

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১২, বারিধারা ও কেরানীগঞ্জে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে, আজিমপুরে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা বানচালের পাশাপাশি শ্যামপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিরন মিয়া জানান, গতরাত সোয়া ১টার দিকে বারিধারায় একটি কলেজ বাসে এবং রাত ৩টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুটি বাসই সড়কে দাঁড়িয়ে ছিল এবং আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এর আগে, মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে একটি বাসে আগুন দেওয়া হয়।

ডিএমপি মিডিয়া উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সিয়াম সরকারকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শ্যামপুর মডেল থানা সূত্র জানায়, শ্যামপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছিল। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় রাফসান নামে নিষিদ্ধ ছাত্রলীগের আরেক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান বলেন, আজিমপুরে মোটরসাইকেলে আসা দুই যুবক ভিআইপি পরিবহনের একটি বাসের সিটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার সময় পুলিশ টের পেয়ে গেলে তারা পালিয়ে যায়।

এদিকে, রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা পুরনো এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভিডিওগুলোর সঙ্গে চলমান কোনও ঘটনার সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে বহু আগের পুরনো ভিডিও। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিওগুলোকে আজকের ঘটনা হিসেবে প্রচার করছে।

ডিএমপি জানায়, গুলিস্তান ও আজিমপুর এলাকায় রবিবার এমন কোনও অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটেনি। ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপপ্রচারের বিরুদ্ধে তৎপর রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকে

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনও ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।