ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ

জিএস প্রার্থিতার বৈধতা নিয়ে রিট, শুনানি কাল

ডাকসু নির্বাচন : * রিটকারীকে অভিনন্দন জানালেন শিবিরের প্রার্থী ফরহাদ * জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে, অভিযোগ সাদিক কায়েমের * যত নোংরামি করবেন, তত শক্তিশালী হব, বললেন জুমা
জিএস প্রার্থিতার বৈধতা নিয়ে রিট, শুনানি কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে উৎসবমুখর প্রচারণা। অন্যদিকে নির্বাচনি মাঠে নেমেছে উত্তেজনা, বিতর্ক, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং আইনি লড়াই। প্রার্থিতা বাতিলের রিট, সাইবার বুলিং এবং অপপ্রচারের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে নির্বাচনি মাঠ।

জিএস পদে ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হওয়া রিটের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। এস এম ফরহাদ ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছেন। তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য এ দিন ধার্য করেন। ওইদিন রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে রিটের বিষয়টি উত্থাপন করেন রিট আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আদালত বলেন, ‘মঙ্গলবার শুনবো।’ তখন জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘বিকেল চারটায় রাখতে পারেন, বিষয়টি জরুরি।’ আদালত বলেন, ‘মঙ্গলবার শুনবো। সকাল সাড়ে ১০টায় মেনশন (উত্থাপন) করবেন, ২টায় শুনবো।’ এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। এর আগে, একই দিন ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ’৭১, ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। এবারের ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা গত ২৬ আগস্ট প্রকাশ করা হয়। তালিকায় এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে করা রিটে তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ করা হয়েছে। রিট আবেদনে ডাকসুর নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে চূড়ান্ত প্রার্থী তালিকায় সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়াটা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ফরহাদের প্রার্থিতা বাতিল করে তাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকার অংশটুকুর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে।

প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকে অভিনন্দন জানালেন ফরহাদ : ফরহাদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে আমি রিটকারীকে অভিনন্দন জানাই। অপপ্রচার নয়, আইনি পথ ভালো।”

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে, অভিযোগ সাদিক কায়েমের : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের নিচে জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করে সাদিক কায়েম বলেন, ‘আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে। ঐক্যবদ্ধ জোট প্যানেলের প্রার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এক প্রার্থীর ছবি বিকৃত করেছে। অভিযোগ দেয়ার তিনদিনেও ব্যবস্থা নেয়া হয়নি। এভাবে চলতে থাকলে কীভাবে ফেয়ার নির্বাচন হবে। কমিশনকে আবারও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

যত নোংরামি করবেন, ততো শক্তিশালী হবো, বললেন জুমা : ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমাকে নিয়ে যত নোংরামি করা হবে, আমি ততই শক্তিশালী হবো। আমার ন্যুড এডিট করে ছড়ালেও কেউ বিশ্বাস করবে না।” এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, আমি যখনই আমার কথা বলা শুরু করছিলাম ছাত্রদলের আরিফ ভাইয়ের সঙ্গে আসা লোকরা এবং বামদের সঙ্গে আসা লোকেরা বাইরে থেকে ‘তুমিও জানো আমিও জানি’ স্লোগানসহ আরও নানাকিছু বলে চিল্লাচিল্লি করে আমাকে কথা বলতেই দিচ্ছিল না। সঙ্গে সবাই মিলে একের পর এক বিরক্তিকর প্রশ্ন আর বা..ছা.. যুক্তি বলে আমাকে কথা বলতে না দেওয়াই ছিল বাকিদের উদ্দেশ্য, যাতে আমারে কুক করা গেছে বলে সিগমা সাজতে পারে। বাধ্য হয়ে আমাকে চিল্লাচিল্লি করা লেগেছে।

তিনি বলেন, পরে চাকমা ইস্যুটা এনেছে। এই কথা আসছে ছাত্রদলের প্রার্থীর কথার ভিত্তিতে, সে স্টেক নাই বলার পর বাংলাদেশে বাকি যারা বিরোধিতা করছে তাদের স্টেক আছে কি না, এই প্রশ্ন থেকে। যাই হোক, ভদ্রতা কেউই দেখায় নাই। এর প্রেক্ষিতে কাল রাত থেকে আমার সঙ্গে যা হচ্ছে, তা নিয়ে আমি এখন চাইলেই সিম্প্যাথি কার্ড খেলতে পারি। একটা মানুষের সহ্যসীমা আছে। কিন্তু এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য না।

নিজেকে নিয়ে অপপ্রচার ও বুলিংয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জুমা বলেন, আমার সঙ্গে যুক্তি তর্কে আসেন। ডিবেটে আসেন। তা না কইরা আমার ন্যুড বানানোয় যারা লেগে পড়েছেন, তাদের সঙ্গে আর কী ফাইট দেব? মানে আপনারা কোনো মাইয়ার লগে না পারলেই তার চরিত্র হননে লাগেন। আমার ন্যুড সবচেয়ে পারফেক্টলি এআই ডিটেকশনলেস বানাইলেও কাজ হবে না ভাই, কেউ বিশ্বাস করবেনা। আমি ভেঙে গেলেও মচকাই না। আমারে নিয়া যত, নোংরামি করবেন আমি দিন দিন ততো শক্তিশালী হবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত