রাকসু

নির্বাচনে অংশ নিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের সময়সীমা আবারও দুইদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা যাবে ১ ও ২ সেপ্টেম্বর, এবং দাখিল করা যাবে ৩ ও ৪ সেপ্টেম্বর পর্যন্ত। রাকসু নির্বাচন সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের তারিখ অপরিবর্তিত থাকবে। রাকসু দপ্তর সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত শিক্ষার্থীরা মোট ৩১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৫৫ জন নির্দিষ্ট পদের নাম উল্লেখ করে, এবং ১৬৩ জন নামবিহীন পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

রাকসুতে ভিপি, জিএসসহ মোট ২৫টি পদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধিত্বের জন্য আরও ৫টি পদ রয়েছে, যেখানে এসব মনোনয়নপত্র জমা পড়বে বলে জানা গেছে।

রাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, ডোপ টেস্টের শেষ দিন গতকাল মঙ্গলবার ২ সেপ্টেম্বর এবং আগামীকাল বুধবার ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ফলাফল হাতে পাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কিছু মতপার্থক্য থাকলেও রাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। এজন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরও এক দিন বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনারদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, সিনেট ও হল সংসদে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন। তাদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের এক দিন সময় বাড়ানো হয়েছে। আগামীকাল ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন চলবে।

এদিকে গতকাল প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলের অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে এবং ভোটার তালিকায় সংযুক্ত করার প্রক্রিয়াও চলমান। আজ তারা চাইলে মনোনয়ন তুলতে পারবেন।

রাকসুর নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, বিশেষ পরিস্থিতির কারণে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ২০২৪-২৫ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর ঠিক রেখে তফসিল পুনর্বিন্যাস করেছি। আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সকলের সহযোগিতা পাব।

এ পর্যন্ত তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে ৬ বার এবং নির্বাচনের তারিখ পেছানো হয়েছে ২ বার। এখন পর্যন্ত হল সংসদে ৪১৫ জন, রাকসুতে ৩৩৯ জন, সিনেটে ৭৬ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদিকে প্রার্থীদের ডোপ টেস্টের প্রক্রিয়াও চলমান রয়েছে।

পুনর্বিন্যাস করা তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ, গণনা, ফলাফল ২৫ সেপ্টেম্বর করা হবে। একাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

এর আগে কয়েকদিন থেকেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবি করে আসছিল রাবি শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। তাদের দাবি মেনে নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।