প্রচারের শেষ দিনে সরগরম ছিল জাবি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জাবি প্রতিনিধি

জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে জাকসু নির্বাচনে অমর্ত্য রায় আর অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জাকসু নির্বাচন সংক্রান্তে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। যথারীতি ১১ তারিখে জাকসু নির্বাচন হবে।

এর আগে, গতকাল সেপ্টেম্বর ভিপি পদ ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অমর্ত্য রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না। গত ৭ সেপ্টেম্বর প্রার্থিতা ফেরত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠান অমর্ত্য। কিন্তু সাড়া না পাওয়ায় রিট করেন তিনি।

জমে উঠেছে জাকসু নির্বাচন, প্রচারণার শেষদিনে সরগরম ছিল ক্যাম্পাস : দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একইদিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হবে। সব মিলেই জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। গতকাল মঙ্গলবার প্রচারণার শেষ দিন থাকায় প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা অনুষদ, বিভাগ, চত্বর ও সমাগমস্থলে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় সরগরম ছিল জাবি ক্যাম্পাস।

জানা গেছে, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত প্রচারণা করতে পেরেছেন প্রার্থীরা। আচরণবিধিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জাকসু নির্বাচন কমিশন। এর আগে ২৮ আগস্ট বিকেল চারটা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছিল। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। গতকাল ভোটারদের কাছে প্রচারণা চালিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল, স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল সংশপ্তক পর্ষদ, প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল সম্প্রীতির ঐক্য প্যানেলসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও। শেষ সময় বেশির ভাগ প্রার্থীকে মাঠে দেখা গেছে। সংশপ্তক পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘শেষ দিনে ভোটারদের কাছে যেতে সব প্রার্থীর মতো আমরাও আপ্রাণ চেষ্টা করছি। ভোটারদের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছি। ভোটাররা আমাদের অভূতপূর্ব সাড়া দিচ্ছেন।’ নির্ধারিত সময়ের বাইরে কোনো প্রার্থী প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

প্রার্থীদের ডোপ টেস্ট: জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের নমুনা সংগ্রহ চলছে। হল সংসদের প্রার্থীদের স্ব-স্ব হলে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলেছে। গত সোমবার রাতে জাকসুর প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নমুনা সংগ্রহের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সংযুক্ত ছকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। ওই সময়ের মধ্যে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিত হয়ে ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য নমুনা জমা দেওয়ার আহ্বান করা হয়।