ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ২৮ শিক্ষার্থী

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ২৮ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আমেজ। এ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থী ও ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস। ইতোমধ্যেই গঠনতন্ত্র সংস্কার করে ২৮ পদে কেন্দ্রীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটারের সংখ্যা বলা হয়েছে ২৭ হাজার ৬৩৮ জন।

গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রথম দিনের মতো মনোনয়নপত্র বিতরণ করেন নির্বাচন কমিশন। এদিন ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৬ জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে আর দুইজন হল সংসদের জন্য মনোনয়ন তুলেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ফরম তুলেছেন ৭জন। জিএস ও এজিএস পদে ২ জন করে মোট ৪ জন বাকিরা অন্যান্য পদে ফরম তুলেছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনিটা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এজন্য কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের ৩০০টাকা ফি ও হল সংসদ প্রার্থীদের ২০০ টাকা ফি প্রদান করতে হবে।

১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ সমাপ্তির পরপরই শুরু হবে ভোট গণনা।

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আজকে অনেক প্রার্থী স্বাচ্ছন্দে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের সাথে আমি কথা বলেছি তারাও অনেকটা আনন্দ প্রকাশ করেছেন। আশা করি শেষ দিন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের যাবতীয় কার্যক্রম চালিয়ে নিতে পারব।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনে প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিল ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোটের সমন্বিত প্যানেল ‘দ্রোহ পর্ষদ’।

গতকাল রোববার দুপুরে প্যানেলের বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন ইমু।

তিনি জানান, তাদের প্যানেলের নাম ‘দ্রোহ পর্ষদ’। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে।

এতে সহ-সভাপতি হিসেবে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ। তিনি নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়াজ উদ্দিন ইমু। তিনি চবির ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির। তিনি চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রথম দল হিসেবে প্যানেলের নাম ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তাদের প্যানেলের নাম ‘চাকসু ফর র‌্যাপিড চেঞ্জ’।

গত শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান। এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন বলেন, আমরা দলের সবাই মিলে ‘চাকসু ফর র‌্যাপিড চেঞ্জ’ নামে আমাদের প্যানেল ঘোষণা করেছি। আপাতত এককভাবে পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে সে ব্যাপারে আমরা ভেবে দেখব।

এদিকে এখন পর্যন্ত মোট ৯টি প্যানেল হওয়ার গুঞ্জন আছে। এগুলো হলো-শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল প্যানেল, বাগছাস প্যানেল, ছাত্র অধিকার পরিষদ প্যানেল, পাহাড়ি শিক্ষার্থীদের নেতৃত্বে ২টি প্যানেল, বাম সংগঠনগুলোর জোট দ্রোহ পর্ষদ, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) প্যানেল, ইসলামিক দলগুলার জোট, স্বতন্ত্র প্যানেল (মাহফুজ-দিনার)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত