ঝুঁকি নিয়ে পারাপার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বান্দরবান পৌর এলাকার কাশেমপাড়ায় নতুন সেতু নির্মাণকাজে ধীরগতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ছয় হাজার বাসিন্দা। স্থানীয়দের চলাচলের একমাত্র পুরাতন সেতুটি ভেঙে ফেলার পর গত বছরের জুলাইয়ে নতুন সেতু নির্মাণকাজ শুরু হলেও অতিবৃষ্টি ও ঠিকাদারের গাফিলতির কারণে কাজ বন্ধ হয়ে আছে। পুরাতন সেতুর জায়গায় কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে একটি সেতু তৈরি করা হলেও তা প্রতিনিয়ত ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সবচেয়ে বিপাকে পড়ছে কাশেমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা * আলোকিত বাংলাদেশ
