নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ঝুলে রইল ট্রাক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর বাস টার্মিনাল এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাক ভূইঘর আন্ডারপাস ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে ঝুলে পড়ে। স্থানীয়রা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।