বাবার তৈরি মাঠে খেলবেন তারা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমিরুল ইসলাম অমর

সরকারের ঘোষিত সময় অনুযায়ী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনও (ইসি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে। এর ফলে রাজনীতিতেও এক ধরনের নির্বাচনি হওয়া বইছে। কয়েকটি রাজনৈতিক দল এরইমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে রয়েছে। তবে বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আসনেই প্রার্থিতা চূড়ান্ত করেনি। যদিও দলের ভেতরে বিচ্ছিন্নভাবে কেউ কেউ ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন বলে দাবি করছেন। কিন্তু সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, সেটা নিয়ে দলের ভেতরে কাজ চলছে। এর অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে এরইমধ্যে একাধিক জরিপও করা হয়েছে। কাকে কোথায় প্রার্থী করলে জিতে আসতে পারে, একইসাথে পজিটিভ ইমেজ আছে- এগুলো বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করার চিন্তা-ভাবনা করছে বিএনপি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রাথমিক বাছাই শেষ করবে দলটি। আর তফসিল ঘোষণার পরপরই বিএনপি তাদের প্রার্থিতা চূড়ান্ত করবে।
অবশ্য নির্বাচন সামনে রেখে এরইমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে রয়েছেন। যারা মনোনয়ন পেতে পারেন অথবা মনোনয়নপ্রত্যাশী, তারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করেছেন, গণসংযোগও অব্যাহত রেখেছেন। দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাকেন্দ্রিক প্রচারণা চালাচ্ছেন। মানুষের মন জয়ে তারা নানা কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রেখেছেন। কোনো কোনো প্রার্থী বিভিন্নভাবে দলের হাইকমান্ডের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। কেউ কেউ লন্ডনেও যাচ্ছেন নিজের সম্ভাবনার কথা জানাতে। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়েও যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন।
বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে রাজনৈতিক উত্তরাধিকার দৃশ্যমান। এক্ষেত্রে দুটি প্রবণতা লক্ষণীয়। নেতা প্রয়াত হলে তার উত্তরাধিকার হিসেবে সন্তান রাজনীতিতে নামেন। আবার নেতার উপস্থিতিতেই তার সন্তানকে রাজনীতিতে আসতে দেখা যায়। এদিকে, বিএনপিতে এবার দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপির সিনিয়র নেতাদের উত্তরসূরিরা। তাদের অনেকেই পরিবারের পরিচয়ের বাইরেও নিজেদের পরিচিতি গড়ে তোলেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় থেকে নিজেদের অবস্থান তৈরি করেছেন এলাকায়। আবার কেউ কেউ ৫ আগস্টের পর সক্রিয় হয়ে নির্বাচনি মাঠে নেমেছেন।
শামা ওবায়েদ : বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে। ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন শামা ওবায়েদ।তিনি দীর্ঘদিন ধরে এই আসনকেন্দ্রিক রাজনীতি করে আসছেন। কেএম ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন।
অনিন্দ্য ইসলাম অমিত : তিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। তিনি খুলনা বিভাগের যশোর-৩ আসনে মনোনয়নপ্রত্যাশা করছেন। অমিত বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তার বাবাও এই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত। তিনি বৃহত্তর খুলনা অঞ্চলে নিজের প্রভাববলয় বাড়িয়েছেন। জনগণের মাঝে তার সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে।
ব্যারিস্টার নওশাদ জমির : তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। পঞ্চগড়-১ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। এই আসন থেকে ব্যারিস্টার জমির ৫ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। ব্যারিস্টার জমির বয়োঃবৃদ্ধ হওয়ায় এই আসন থেকে নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়া হতে পারে।
নিপুণ রায় চৌধুরী : তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিপুণ ঢাকা-৩ আসন থেকে নির্বাচন করতে চান। তার বাবা নিতাই রায় মাগুরা-২ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী।
তানভীর আহমেদ রবিন : তিনি ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব। ঢাকা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী তানভীর আহমেদ রবিন। তিনি বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ছেলে।
ইশরাক হোসেন : বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ বিএনপির এক নাম্বার সদস্য। তিনি ঢাকা দক্ষিণে বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচন করেছেন। এবার ঢাকা-৭ আসন থেকে নির্বাচন করতে চান। ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। খোকা ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
মীর হেলাল : মীর হেলাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি দলের কূটনৈতিক উইংয়েও কাজ করছেন দীর্ঘদিন ধরে। তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে মনোনয়ন পেতে চান। এই আসন থেকে তার বাবা দলের ভাইস চেয়ারম্যান মীর নাসির ২০১৮ সালে মনোনয়ন পেয়েছিলেন। মীর নাছির চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ছিলেন। নগর বিএনপির সভাপতিও ছিলেন তিনি। সেই হিসেবে চট্টগ্রামের রাজনীতিতে সাবেক এই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর বেশ প্রভাব আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বাবা মীর নাছিরের অনুসারীসহ নিজের ‘সাংগঠনিক দক্ষতায়’ নগর ও জেলার রাজনীতিতে হেলালের প্রভাব আছে।
চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর বিএনপির কমিটিতে শীর্ষ পদে আছেন হেলালের অনুসারীরা। আগামী নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়নপ্রত্যাশী হেলাল। ২০১৮ সালে এই আসনে নির্বাচন করেছিলেন তার বাবা মীর নাছির। আর তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে মনোনয়ন চাইতে পারেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে।
হুম্মাম কাদের চৌধুরী : চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রভাব সব সময়ই ছিল। তিনি প্রায় ৩০ বছর সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মানবতাবিরোধী মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার। এবার চট্টগ্রাম-৭ আসনে সালাহউদ্দিনের ছেলে হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নপ্রত্যাশী। সালাহউদ্দিন এই আসন এবং ফটিকছড়ি থেকেও নির্বাচন করেছেন জীবদ্দশায়।
সাঈদ আল নোমান : তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান স্বল্পসময়ে রাজনীতির ময়দানে চমক দেখিয়েছেন। চট্টগ্রাম-১০ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন তিনি। সাঈদের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ছিলেন দলের নিবেদিতপ্রাণ নেতা। তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছেন। বাবার মৃত্যুর পর এই আসনে বিএনপির হাল ধরেন সাঈদ।
ইসরাফিল খসরু : ইসরাফিল খসরুর বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা আমীর খসরু। তিনি নগর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির গবেষণা সেলে দীর্ঘদিন কাজ করেছেন তার ছেলে ইস্রাফিল। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য। আমীর খসরু জাতীয় রাজনীতিতে ব্যস্ত। তাই বাবার হয়ে মূলত ইস্রাফিল এলাকার নেতা-কর্মীদের ‘দেখভাল’ করেন। তিনি সপ্তাহে দু-তিন দিন চট্টগ্রামে অবস্থান করেন। তবে আর বাবার ছায়া হয়ে নয়; বরং নিজেই চট্টগ্রামের একটি আসনে ইস্রাফিল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা আছে। সেক্ষেত্রে চট্টগ্রাম-১১ আসনে তিনি মনোনয়ন চাইবেন।
শাকিলা ফারজানা : ব্যারিস্টার শাকিলা ফারজানার বাবা বিএনপি চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম। যিনি এক সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে ছিলেন। তিনি হাটহাজারী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার বাবাও এই আসন থেকে চারবার এমপি হয়েছিলেন। আর জহিরুল ও মিশকাতুলের বাবা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রয়াত সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ আসনে জাফরুল এমপি ছিলেন। এবার এই আসন থেকে তার দুই ছেলে দলের মনোনয়নপ্রত্যাশী।
খন্দকার মারুফ হোসেন : কুমিল্লার যে কোনো আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেনকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হতে পারে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
খোন্দকার আকবর হোসেন বাবলু: মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু মনোনয়ন চাইছেন। তার বাবা এই আসন থেকে কয়েকবার এমপি হয়েছিলেন। খোন্দকার দেলোয়ার জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।
রাজন ও পুতুল: ইয়াসির আরাফাত রাজন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে। তিনি নাটোর-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। একই আসন থেকে তার বোন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলও মনোনয়ন চাইছেন। পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।
নায়াব ইউসুফ: ফরিদপুর-৩ আসন থেকে চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। নায়াব মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এই আসন থেকে কামাল ইবনে ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া সিলেট বিভাগে সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা মনোনয়ন দৌড়ে অনেকটা এগিয়ে। তাহসিনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী। এদিকে, রংপুর বিভাগের ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন মনোনয়নপ্রত্যাশী। তিনি জেলা বিএনপির সভাপতি। এছাড়া প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়নপ্রত্যাশী। তিনি স্বামীর আসন ঢাকা থেকে ভোট করতে চান।
এছাড়া আরও কিছু আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উত্তরসূরিরা এবার মনোনয়ন প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত কতজন মনোনয়ন পান, সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
