
দেশের কোথাও না কোথায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ মারা যাচ্ছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও ১২ জন মারা গেছে। নিহতদের মধ্যে মা-মেয়ে, শিশু ও চালকও রয়েছে।
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত : নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটোরিকশাচালক ফাহিম মিয়া (৩০)। এসব তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। হাইওয়ে পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজন সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সিয়াম ও সাব্বির মাধবদী থেকে ফাহিমের অটোরিকশায় চেপে রাইনাদী যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি মহাসড়ক থেকে গলিতে ঢুকছিল। তখন পেছন থেকে সিলেটগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নিহত হন আরও দুজন।
ইটাখোলা হাইওয়ে থানার ওসি মনির হোসেন জানান, নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও এর চালক ও সহযোগী পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত : ঢাকা থেকে কয়েকটি পরিবার একসঙ্গে বেড়াতে যাচ্ছিল টাঙ্গুয়ার হাওরে। পথে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- ঢাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আবদুল্লাহ আল মামুনের গ্রামে বাড়ি চাঁদপুর জেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা পরিবার-পরিজন নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। তাঁরা সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে ছিলেন। পথে শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার ও আয়েশা সিদ্দিকা।
এ ঘটনায় বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা-পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পর্যটকবাহী বাসটি খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়ে নিহত দুজনের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন।’
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, পরে ট্রাকচাপায় দুজন নিহত : ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহত ব্যক্তিরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।
আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের নাম জানা গেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বাসটি অজ্ঞাতনামা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটাহাঁটি করছিলেন। কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভাঙ্গাগামী একটি ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে কয়েক যাত্রী চাপা পড়েন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ‘ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁরা মারা যান।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। অন্ধকার ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু : চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়াসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ ফাহিম। সে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ির ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আবদুর রহিমের ছেলে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পার হচ্ছিল ফাহিম। এ সময় পেকুয়া অভিমুখী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। কাভার্ড ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে। দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারের অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত : রাজধানীর যাত্রাবাড়ীতে গত বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলেছে, ময়লার গাড়িটি চালকের সহকারী চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে।
ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়ার পশ্চিম চোখরায়। তার বাবার নাম আবুল হাশেম। ইকবাল সপরিবার যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার একটি পুত্রসন্তান রয়েছে।
ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক গতকাল শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ইকবাল হোসেন যাত্রাবাড়ীতে একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। গতকাল রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গতকাল সকালে বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল ঘটনাস্থলে মারা যান। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
এসআই মিজানুর রহমান বলেন, ‘ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
যশোরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু : যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিনপাড়ার ধাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন (১৬) এবং একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল (১৬)। মোটরসাইকেল চালক ইমন রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেল যোগে চৌগাছা যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল (যশোর-ল-১২-০৮১২) বিপরীত দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালুভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং মহেশপুর ব্র্যাক ব্যাংকে কর্মরত বলে জানা গেছে। ট্রলি চালক রুবেলও সামান্য আহত হয়েছেন। দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার নিহত : বাগেরহাট খুলনা মহাসড়কের সার্কিট হাউজ এলাকায় বাস চাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। গতকার শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরের যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাস চালক ও সহযোগীরা পালিয়েছে।