
একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রোববার বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন না করা হলে, কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডি-এর শেষ ৪ সংখ্যা লিখে সেন্ড করলে নিবন্ধিত সিমের সংখ্যা দেখা যাবে। বিটিআরসি বলছে, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহকের নামে অজান্তেই একাধিক সিম নিবন্ধিত রয়েছে। এতে নানা অপরাধমূলক কাজে অপব্যবহার ঘটতে পারে। এ কারণে নির্ধারিত সীমা ১০ সিমে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের নামে অতিরিক্ত সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে গ্রাহকরা সহজেই অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন।
এদিকে গতকাল রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একক ব্যক্তির নামে মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা পর্যায়ক্রমে ১০টি থেকে কমিয়ে দুটিতে আনতে চায় সরকার। আসন্ন নির্বাচনের আগে এই সংখ্যা ৫-৭টিতে নামানোর চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চলছে। যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনও অনিয়ম হচ্ছে না।’