ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুর করলো বাংলাদেশ। সফরকারী দলের দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ১৬ রানে হারের স্বাদ পায় লাল সবুজ দল। সর্বোচ্চ ৩৩ রান করেন তানজিম সাকিব। এছাড়া তাওহীদ হৃদয় ২৮, নাসুম আহমেদ ২৯ ও তানজিদ তামিম ১৫ রান করেন। ক্যারিবিয়দের পক্ষে জেসন হোল্ডার ও জাদেন সিলস ৩টি করে উইকেট শিকার করেন।

এরআগে গতকাল সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৫ রান করে ক্যারিবিয়ান দল। ২৮ বলে সর্বোচ্চ ৪৬ রান করেছেন হোপ। ২৮ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন পাওয়েল। টস জিতে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার-প্লেতে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি তারা। বাংলাদেশও পারেনি উইকেট ফেলতে। পাওয়ার-প্লের পর নবম ওভারে প্রথম আঘাত হানেন রিশাদ হোসেন। রিভার্স সুইপের চেষ্টায় রিশাদের বলে এলবিডব্লিউতে কাটা পড়েন আলিক আথানেজ। ২৭ বলে তিনি করেন ৩৪ রান। ব্র্যান্ডন কিং ডানা মেলতে পারছিলেন না। আড়ষ্ট থাকা এই ওপেনার ৩৬ বল খুইয়ে ৩৩ রান করে সহজ ক্যাচে বিদায় নেন। শেরফাইন রাদারফোর্ড প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিলে বিপাকে পড়ে সফরকারী দল। এরপর জুটি বাঁধেন দুই অভিজ্ঞ পাওয়েল ও হোপ। শুরুতে রানের চাকায় গতি আনতে পারছিলেন না পাওয়েল। হোপ একা টানছিলেন দলকে। এক পর্যায়ে ২১ বলে ১৬ রান ছিল পাওয়েলের সংগ্রহ। এরপর শেষ দিকে টানা চারটি ছক্কা মেরে দেন যিনি। যার তিনটাই মারেন তানজিম হাসান সাকিবের বলে। চতুর্থ উইকেট জুটিতে ৪৬ বলে ৮৩ রান যোগ করে ট্রিকি উইকেটে ভালো সংগ্রহ পেয়ে যান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত