‘রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনে ভোট স্থগিত করতে পারবেন’
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচনে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারে (আরপিও) কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। সরকার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বাধা সহ্য করা হবে না। সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ভয়ে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কর্মশালায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।
কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় উপস্থিত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন একযোগে কাজ করছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
