ব্যতিক্রমী দুই প্রার্থীর নির্বাচনি প্রচারণা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একজন নিজে গুমের শিকার ছিলেন, একজন গুমের শিকার ব্যক্তির বোন। ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এবং সানজিদা ইসলাম তুলি। দুজনই প্রার্থী হয়েছেন ঢাকা-১৪ আসন থেকে। জামায়াত ও বিএনপির ঘোষিত প্রার্থী তারা। নির্বাচনি প্রচারে তারা একে অন্যকে সম্বোধন করছেন ভাই-বোন হিসেবে। ব্যতিক্রমী দুই প্রার্থীতে জমে উঠেছে এ আসনের নির্বাচনি প্রচারণা * আলোকিত বাংলাদেশ
