পাঁচ বাস, গ্রামীণ ব্যাংক ও এসপির বাসভবনে আগুন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে নাশকতা করেছে দুর্বৃত্তরা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্টের টাকা লুট বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাংক কর্তৃপক্ষ।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক কলিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটের দিকে বাইরে থেকে জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নিরাপত্তা প্রহরী বিষয়টি বুঝতে পেরে আমাদের জানান। ব্যাংকের ভেতরে গিয়ে আগুন জ্বলতে দেখি। আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, শিট, গ্রাহকদের পাসকার্ড, আসবাব, জানালার কাপড় পুড়ে গেছে। স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে আগুন নেভাই। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে।’
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, ঋণের কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল। কীভাবে আগুন লেগেছে, তা এখন বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।
গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ : গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবকাশযাপন কেন্দ্র ‘নিসর্গ রিসোর্ট’-এ এই ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিসর্গ রিসোর্ট থেকে কেরোসিনের মতো তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা বোতল দুটি রিসোর্টের ভেতরে ছুড়ে মারলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রিসোর্টের বাইরে থেকে বোতল দুটি ছুড়ে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুরে সাত ঘণ্টায় ৩ বাসে অগ্নিসংযোগ : গাজীপুর ও শ্রীপুরে গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সাত ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। গাজীপুর নগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গতকাল রাত সাড়ে ১০টার দিকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ জানায়, চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। ভোর সাড়ে চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। ওই সময় বাসের ভেতরে কেউ না থাকায় হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, রাতে মহাসড়কের পাশে যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। ওই বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত হওয়ার কোনো ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে। এদিকে শ্রীপুরে পেট্রল পাম্পের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সব সিট পুড়ে গেছে।
মিরপুরে বাসে আগুন : রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদফতরে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
আশুলিয়ায় মোটরসাইকেল যোগে বাসে আগুন : ঢাকার আশুলিয়ায় ভোর রাতে সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, দুটি মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত চার জন বাসে আগুন দেন। ধারণা করা হচ্ছে, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরেই এই অপরাধ করেছে দুষ্কৃতকারীরা। ওসি বলেন, আগুন দেখে বাস থেকে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন বাসটির চালক সাত্তার।
কিশোরগঞ্জে বাসে আগুন : কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, বাজিতপুর-ঢাকা সড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল তিশা পরিবহনের একটি বাস। হঠাৎ দুর্বৃত্তরা বাসটির পিছনের বাম পাশের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের মানুষ ও ডিউটিরত পুলিশ দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই হেলপার। আগুনে বাসের পিছনের বাম দিকের দ্বিতীয় সিটের ওপরের অংশ আংশিক পুড়ে যায়। খবর পেয়ে বাজিতপুর থানার ওসি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি বলেন, মঙ্গলবার রাতে আমরা খবর পাই। তবে অন্ধকার থাকার কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সকালে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নিয়ে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ভেতরে স্কচটেপে মোড়ানো চারটি ছোট ককটেল-সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি থানায় জানানো হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে। কে বা কারা ওই বস্তুগুলো সেখানে রেখে গেছে- তা তদন্ত করে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন : মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকাল চারটার দিকে শহরের মুজিবনগর সড়কের কোর্টপাড়া এলাকায় অবস্থিত বাসভবনে এ ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাকরিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে হঠাৎ করে বাসভবনের ভেতর থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শাকরিয়া হায়দার বলেন, বাসভবনের প্রতিটি ঘরে ইন্টেরিয়র সজ্জা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভবন ঠান্ডা রাখার জন্য একটি ফায়ার সার্ভিস টিম সেখানে মোতায়েন রয়েছে।
ঘটনার সময় পুলিশ সুপার ও তার পরিবারের কারও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় সাময়িক উৎকণ্ঠা দেখা দিলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো প্রাণহানি বা বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
