একদিনে তিন দফা ভূমিকম্প
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় গতকাল একদিনে তিন দফা ভূমিকম্প হয়েছে। প্রথম দফা সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদী ও গাজীপুর এলাকার আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৩ দশমিক ৩। একইদিনে রাজধানীতে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনে তিনবার দফা ভূমিকম্পে জনমনে আতঙ্কত ছড়িয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায়। এর আগে এর আগে আজ সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয়। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং এর গভিরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, এই ভূমিকম্পটা আফটার শক হতে পারে।
বাইপাইলে নয়, ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদীর পলাশে : সাভারের বাইপাইল নয়, গতকাল শনিবার সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে। বেলা একটার দিকে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা। পরে বিকেল চারটার দিকে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে। গতকাল সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। বেলা পৌনে ৪টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, তাদের বিশ্লেষণে একটু সমস্যা হয়েছিল। বাইপাইলে নয়, নরসিংদীর পলাশে গতকাল সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে। এর আগে শুক্রবার সকালে ভূমিকম্পে সারাদেশে ১০ জন মারা গেছেন। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। শনিবার সকালে একই জেলার পলাশে ভূমিকম্প অনুভূত হয়।
নরসিংদীতে অসংখ্য ভবন ও সড়কে ফাটল, জনমনে আতঙ্ক : শুক্রবার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে অনেকগুলো ভবন, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভূমিকম্পের ভয়াবহতার এমন চিত্র। বিভিন্ন ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটসহ সড়কগুলোতেও শক্তিশালী এই ভূমিকম্প ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। সকালে ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহে কাজ করেন ভূতত্ত্ব বিভাগের ৭ সদস্যের একটি টিম। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিকম্পে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় ফাটল দেখা দিয়েছে। কাছাকাছি লেবুপাড়া নামক স্থানে একটি গরুর খামারের মাঝামাঝির মাটি ফাঁকা হয়ে গেছে। হেলে পড়েছে বহুতল ভবন। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছে। আগুনও ধরেছিল। শীতলক্ষ্যা নদীর ওপর পুরোনো রেলসেতুতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া পলাশের সরকারি খাদ্য গুদাম, জেলা প্রশাসকের কার্যালয়সহ শতাধিক স্থাপনায় ব্যাপক ফাটল দেখা দিয়েছে।
আতঙ্ক ছিলেন নদীর তীরে বসবাসরত মানুষগুলোও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ স ম ওবায়দুল্লাহ জানান, প্রাথমিকভাবে তারা ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করছেন। এসব নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা-নিরীক্ষা করে কি ধরণের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতা সেটি নিশ্চিত হওয়া যাবে। পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম সরকার জানান, শতাধিক মাটির ঘর ও অর্ধশতাধিক সরকারি-বেসরকারি ভবনে ফাটল ও ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। এর পরিমাণ আরও বাড়বে।
ভূমিকম্পে নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার : ভূমিকম্পে নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেবে সরকার। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবারের ভূমিকম্পে এ পর্যন্ত সারাদেশে ১০ জন নিহত ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য সরকার পেয়েছে। ত্রাণ মন্ত্রণালয় জানায়, জেলা প্রশাসনের মাধ্যমে নিহত পরিবারগুলোকে ২৫ হাজার ও আহত পরিবারগুলোকে ১৫ হাজার টাকা সহযোগিতা দেওয়া হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পেয়েছে মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী, ঢাকা শহরে ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় ২২ জন আহত হয়েছে ভূমিকম্পে। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।
ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার ক্ষতি হয়নি, এরপরও অনুসন্ধান চলছে : ভূমিকম্পে ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা বের করতে অনুসন্ধান করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার ক্ষতি হয়নি। নির্ধারিত সময় যাত্রী পরিবহন স্বাভাবিক আছে। তারপরও কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না, তা বের করতে অনুসন্ধান চালাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
