ইমাম-খতিবদের সঙ্গে ছিলাম থাকব
বললেন জামায়াত আমির
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগের মতই ইমাম-খতিবদের সঙ্গে থাকার অঙ্গিকার করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম। পাশাপাশি মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কমিটি আলেম-ওলামাদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে জামায়াত আমির এমন কথা বলেন। ডা. শফিকুল ইসলাম বলেন, নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের বাদ দিয়ে নয়, তাদের সহযোগিতার জন্য হবে কমিটি। ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠকে জানিয়ে তিনি বলেন, আজও আপনাদের পেছনে, আগামীতেও আপনাদের পেছনে থাকবো। আপনাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠুক। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত : বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ব্যাপার সরকারকে দেখতে হবে। গতকাল রোববার ঢাকায় কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে টেকনিক্যাল সাপোর্ট তারা দেবেন এমন কথা হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে, সঙ্গে এসেছে সংস্কার ইস্যুও এই বিষয়গুলো জনগণের সামনে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরাও দেখছি না যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। আবার আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি করি না।
