পরিস্থিতি ভয়াবহ

বরিশাল

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শাহ জালাল, বরিশাল

বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসাব মতে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। বরিশাল ও বরগুনা জেলায় গত মাসের তুলনায় এ মাসে কয়েকগুণ রোগীর সংখ্যা ছাড়িয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত বিভাগে মোট ১৯৯১৪ রোগী শনাক্ত হয়েছে ১৯৪৩৯ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ৪৩০ জন রোগী হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন হাসপাতালগুলোতে ১৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ১০ মাসে বরিশাল জেলার হাসপাতালগুলোতে ১৮১২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৩ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বরগুনা জেলায় হাসপাতালগুলোতে এ পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বরগুনা জেলার সরকারি হিসাব মতে ৯ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৫৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ১৫ জন রোগী ৭০ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে পটুয়াখালী ৮৯ জন, ভোলা ২৭ জন, পিরোজপুর ৩৩ জন, ঝালকাঠি ২৩ জন এবং চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, পটুয়াখালী ৩ জন, ভোলা ১ জন বরগুনা ১৫ জন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ২৬ জন। এ বিষয় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম মশিউল মুনীর বলেন, ভর্তি রোগীদের অনেক রোগী ডেঙ্গু আক্রান্ত পাওয়া যাছে। প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু শনাক্ত টিম রয়েছে। মনিটরিং করা হচ্ছে। শনাক্তকৃত রোগীদের ডেঙ্গু ওয়ার্ডেগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজং বলেন ডেঙ্গু প্রতিরোধে মাসিক মিটিংসহ পৌরসভা, উপজেলাগুলোতে নিয়োমিত মনিটরিং কাজ চলছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তৃণমূল থেকে এ সকল রোগ ছড়িছে পরছে হাসপাতালগুলোতে। পর্যাপ্ত শনাক্তকরণ কীট, নর স্যালাইন, চিকিৎসা উপকরণ সাফ্লাই রয়েছে। ডেঙ্গু মশা উপদ্রব যাতে না বাড়ে- সে সম্পর্কে বাসাবাড়িতে আবদ্ধ পানি যাতে না থাকতে পারে, আশপাশে, ডারের খোসা, সাইকেলের টায়ার, চিপসের প্যাকেটে যাতে পানি জমতে না পারে, তার খেয়াল রাখার ব্যাপারে যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া আছে।