খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রিজভী বলেন, ‘আজ সর্বশেষ যতটুকু শুনেছি, খালেদা জিয়ার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনো কোনো পরামর্শ দেননি চিকিৎসকরা।’ চিকিৎসকদের বরাতে তিনি বলেন, ‘তার (খালেদা জিয়ার) অবস্থার অবনতি হয়নি। খুব একটা উন্নতি হয়েছে এমন খবরও পাইনি।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেছেন, ‘উপযুক্ত সময়ের মধ্যে তিনি দেশে ফিরবেন। আমাদের কাছে কোনো আপডেট নেই। যখন উপযুক্ত সময় হবে তখন তিনি দেশে ফিরে আসবেন।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমান তার মায়ের ১শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন।’ তিনি বলেন, ‘প্রতিনিয়ত তিনি (তারেক রহমান) দায়িত্বশীল চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য...তার শারিরীক অবস্থার ব্যাপারে... কখন কী হবে এসব নিয়ে চিন্তা করছেন।
এর আগে, গত শনিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনই বিদেশে নিয়ে যাওয়ার উপযোগী হয়নি।
চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী গত কয়েক মাস ধরে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন। তার হার্টের সমস্যা ছিল। হার্টে স্থায়ীভাবে পেসমেকার আছে এবং এর আগে স্ট্যান্টিং করা হয়েছিল। তিনি মাইট্রাল স্টেনোসিসে ভুগছেন।
একইসঙ্গে হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় খালেদা জিয়াকে সেদিন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
এদিকে, খালেদা জিয়ার বর্তমান শারিরীক পরিস্থিতি বিবেচনা করে বিজয়ের মাস উপলক্ষ্যে বিএনপির ঘোষিত ১-১৬ ডিসেম্বর পর্যন্ত ‘মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে দলটি।
মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন -ডা. জাহিদ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। গত শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ একথা জানান। যিনি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডেরও সদস্য। তিনি বলেন, ‘গত তিনদিন ২৭, ২৮ ও আজকে ২৯ তারিখ আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে।
এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি ‘শি ইজ ম্যানটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজেই এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এটাই আমাদের আহ্বান।’
বিদেশে নেয়ার বিষয়ে অধ্যাপক ডা. জাহিদ বলেন, ‘বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে উনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত এবং সুপারিশ পরিপ্রেক্ষিতে পরবর্তীতে গ্রহণ করা হবে। আপনাদেরকে জানানো হবে।’
গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’ বলে জানান বিএনপি মহাসচিব।
ডা. জাহিদ বলেন, ‘গত ২৭ তারিখ থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ম্যাডামের চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোন অবস্থাতেই ব্যহত না হয় সেই লক্ষ্যে উনি সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘এছাড়া ম্যাডামের পাশে ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মনী সৈয়দা শামিলা রহমান, উনার ছোট ভাই শামীম এস্কান্দারসহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দসহ সবার সার্বিক সহযোগিতায় এবং এভারকেয়ার হসপিটালের চিকিৎসক, কর্মকর্তা এবং নার্সদের সহযোগিতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখানে চলছে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর এবং চীন, যুক্তরাষ্ট্রের জন হোপকিংস এবং মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ম্যাডামের চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং চিকিৎসা অব্যাহত থাকবে।’
জাহিদ বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে উনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই।’
‘প্রধান উপদেষ্টসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, অনেকেই উনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এভারকেয়ার হাসপাতালে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়া ছাড়াও তিনশ’ জন রোগী চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য হাসপাতালে দলীয় নেতা-কর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানান অধ্যাপক ডা. জাহিদ।
বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার ব্যাপারে দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছেন। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।’
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শনিবার রাত ১১টা ৩৬ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ২৮ নভেম্বর স্বাক্ষরিত চিঠিতে খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি জানান, খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে তিনি মর্মাহত ও দুশ্চিন্তাগ্রস্ত। পাকিস্তানের জনগণ, সরকার এবং তার পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়নযোগ্য। খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে শাহবাজ শরিফ উল্লেখ করেন, তিনি (খালেদা জিয়া) যেন তার দল ও দেশের মানুষের জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।
চিঠির শেষে খালেদা জিয়ার প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা শাহবাজ শরিফ।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা রুশ রাষ্ট্রদূতের : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত। গতকাল রোববার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার ডি. খোজিনের পক্ষে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছে দেন। চেয়ারপার্সনের পক্ষে তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা সবাই অবগত যে শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার এই অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এটি দল-মত নির্বিশেষে সবাই স্বীকার করেন। এমনকি আমরা যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তারাও তাকে সম্মান করি। আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন।
উপাচার্য আরও বলেন, আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের জন্য দোয়া করা এবং তাদের মনোবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আজ সেই মহান উদ্দেশ্যেই একত্রিত হয়েছি। খুব অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমরা আন্তরিকভাবে দোয়া করি শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং জনগণের কল্যাণে তার ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন। আল্লাহ তা’আলা তাকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করুন।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সব অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে দলের পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রিজভী বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
প্রসঙঙ্গত, ৮০ বছর বয়সী বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই হ্ৃেরাগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
