শোকবার্তা নিয়ে ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

* তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মন্ত্রীরা * জানাজায় ৩২ দেশের কূটনীতিক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি এ বার্তা পৌঁছে দেন। বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।

শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী : ঢাকায় এসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

আরও শোকবার্তা পৌঁছে দিলেন শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মন্ত্রীরা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে দেখা করে এ শোকবার্তা হস্তান্তর করেন তারা।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ আজ দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন। শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এই শেষ শ্রদ্ধায় যোগ দিতে এলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুর ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশনের মুখপাত্র জানান, বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের উপস্থিতি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।