লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বলল জামায়াত

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।

সভায় আসন্ন নির্বাচনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে একাধিক সাব-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করার পাশাপাশি কমিটির সক্ষমতা বাড়াতে আরও কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম।

বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, ‘দেশবাসী এখনও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং একের পর এক হত্যার ঘটনা ঘটছে। অথচ মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখা যাচ্ছে না।’ বৈঠকে অভিযোগ করা হয়, সাম্প্রতিক কিছু ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে, প্রশাসন বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ছে, যা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় অন্তরায়। জামায়াত নেতারা দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈঠকে কমিটির সদস্য মাওলানা আফম আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।