‘ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ সৃষ্টি করে, বাংলাদেশ তা মেনে নেবে না, এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে শোনেনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন, ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা অফিসিয়ালি জানি না। তবে যদি ভারতীয় বোর্ডের কাছে নতি স্বীকার করে আইসিসি আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।’ ভারতে খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি অতীতের নজিরও টানেন। তার ভাষ্য, ‘এর আগে এমন উদাহরণ আছে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলার পর আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরাও যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’ মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে এখন ক্রিকেটের মাঠের বাইরেও নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাইছে বাংলাদেশ। নিজেদের দাবি না মিললে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যেতে পারে বাংলাদেশ, এমন ইঙ্গিতই মিলছে এই বক্তব্যে।
গত সোমবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হয়, তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। মূলত আসরে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে স্কটল্যান্ড এগিয়ে আছে।
তবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে আজ বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে গত ৪ জানুয়ারি থেকে বিসিবি ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা তাদের ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছে।
