কাঁপছে ভোটের মাঠ

ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন

বললেন তারেক রহমান

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন। গতকাল সোমবার বিকেলে নোয়াখালী হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালিযুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারেক রহমান। তিনি আরও বলেন, ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে। তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।’ তিনি বলেন, ‘ভোটের পরে আমি আপনাদের দেখতে আসব। তখন একসঙ্গে বসে কথা বলব। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।’

মা-বোনদের উদ্দেশ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করব।’

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনারা তাকে ভোট দিন আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।’

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। মাদক ও দুর্নীতির লাগাম টেনে ধরা হবে : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে মাদক ও দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নারায়ণগঞ্জের কাঁচপুরে গত রোববার দিবাগত মধ্যরাতে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকারের পাহাড়া জনগণকে দিতে হবে। ভোটের দিন এ সমাবেশের মতো উপস্থিত থেকে ভোট কেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে পড়ে, ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। বিগত ১৫, ১৬ বছর ডামি নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে। আপনারা পাশে থাকলেই আমরা সফল হতে পারব।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, বিগত ১৫ থেকে ১৬ বছর ধরে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। সাধারণ মানুষসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরাপদ ছিল না। এ বিষয়ে আমরা কঠোর হব। সন্ত্রাসীরা যে দলের হোক না কেন, দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে, যা দুর্নীতি ও মাদক। এগুলো নির্মূল করার জন্য ব্যবস্থা নেব। নারায়ণগঞ্জ শহরে বিশটা স্পট আছে, যেখানে মাদক ব্যবসা হয়। এগুলো নিয়ন্ত্রণে আমরা ব্যবস্থা নেব। দুর্নীতির লাগাম টেনে ধরব। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার ক্ষেত্রে নারীদের বিশেষ অবদান রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় খেটে খাওয়া মানুষদের সন্তানদের জন্য বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার সে পরিকল্পনার কারণে লাখ লাখ মা-বোনেরা শিক্ষার আলো পেয়েছে। আমরা এখন একটি পরিকল্পনা করেছি, যেটার নাম, ফ্যামিলি কার্ড। গ্রাম থেকে শহরের খেটে খাওয়া মানুষদের পরিবারের নারী ও গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড দিতে চাই।

তিনি বলেন, কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সহায়তা দেব। নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে। যেই মেয়েরা গত পঁচিশ বছর ধরে শিক্ষার আলো পেয়েছে, এখন তাদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা যেখানে নারী, নারীদের পিছিয়ে রেখে আমরা যতই উন্নয়ন করি না কেন, কোনোভাবে সফল হওয়া যাবে না। দেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। এটার মাধ্যমে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, তরুণদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে তাদের দেশে ও দেশের বাইরে কর্মসংস্থান সৃষ্টি করব। সারা দেশের মসজিদ ও মাদরাসার ইমাম খতিবদের সম্মানী ও প্রশিক্ষণ দেব, যেন তাদের হালাল আয় আর বৃদ্ধি পায়। এছাড়াও জলাবদ্ধতা সমস্যা নিরসন ও নদী-নালা রক্ষায় নারায়ণগঞ্জসহ সারা দেশে খালকাটা কর্মসূচি শুরু করব।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম।

আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান : নির্বাচনে প্রচারের অংশ হিসেবে আজ মঙ্গলবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে ঢাকা ফেরা পর্যন্ত ৩ জায়গায় সমাবেশে অংশ নেবেন তিনি। গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে দলের চেয়ারম্যানের সফরে কথা নিশ্চিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ এবং গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। সফরে সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানে হয়েছে। এই সফরে বিএনপি চেয়ারম্যান দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন, গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও উত্তরা সন্ধ্যা ৭টায় আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশ শেষে গুলশানে বাসভবনে ফিরবেন। এসব কর্মসূচি শেষে গুলশানের নিজ বাসভবনে পৌঁছাবেন তারেক রহমান।

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল : রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার করা হয়েছে। তিনি আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার মানুষ অংশ নেবেন। এ নিয়ে গেল গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু) বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে অবহিত করেন। অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।