নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং জুলাই সংস্কার সংশোধনীর গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বড় পর্যবেক্ষক দল মোতায়েন করতে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, পর্যবেক্ষক দলগুলোর আকার যথেষ্ট বড় হবে।
এ মাসের শুরুতে লন্ডনে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে ঘোষণা করেছেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রেসিডেন্ট আকুফো-আডো কমনওয়েলথের বিভিন্ন দেশের রাজনৈতিক, আইন, মিডিয়া, লিঙ্গ ও নির্বাচনী প্রশাসন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে দলের নেতৃত্ব দেবেন। পর্যবেক্ষক দলকে সমর্থন দেবে একটি সচিবালয় দল, যার নেতৃত্ব দেবেন নির্বাচনি সহায়তা বিভাগের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ। কমনওয়েলথের বক্তব্যে বলা হয়েছে, পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হলো নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ। ‘দলটি বাংলাদেশের দায়িত্ব নেওয়া মান এবং দেশের আইন অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার আচরণ সম্পর্কে প্রতিবেদন দেবে,’ জানিয়েছে কমনওয়েলথ। কমনওয়েলথ পর্যবেক্ষক দলের মধ্যে রয়েছেন মালদ্বীপের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস, মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাজি, এবং এন্টিগুয়া ও বারবুডা, কানাডা, ফিজি, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, উগান্ডা, যুক্তরাজ্য ও জাম্বিয়ার প্রতিনিধি।
