ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

অটল বিহারীর নামে নক্ষত্রের নামকরণ

অটল বিহারীর নামে নক্ষত্রের নামকরণ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। গত রোববার ছিল তার জন্মবার্ষিকী। সে দিন ভারতে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে। ওই দিনই বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর জানান, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি। দাবি করা হচ্ছে, এটিই সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেয়া হয়েছে ‘অটল বিহারী বাজপেয়ী জি’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত