পাকিস্তান সুপ্রিমকোর্ট
বারের সাবেক সভাপতিকে গুলি করে হত্যা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পাকিস্তানের সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল লতিফ আফ্রিদিকে পেশাওয়ার হাইকোর্টের বার কক্ষে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার নাটকীয় পরিস্থিতিতে অপর এক আইনজীবী তাকে গুলি করেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া এ খবর জানিয়েছে। পাকিস্তানে সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীকে দায়িত্ব পুনর্বহাল করতে আইনজীবীদের আন্দোলনের সামনের সারিতে ছিলেন নিহত আবদুল লতিফ আফ্রিদি। পুলিশ বলেছে, গত সোমবার পেশাওয়ার হাইকোর্টের বার কক্ষে বসে ছিলেন আফ্রিদি। এ সময় আদনান নামের শিক্ষানবিস আইনজীবী তাকে গুলি করেন। তাৎক্ষণিকভাবে সিনিয়র আইনজীবীকে ল্যাডি রিডিং হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেছেন, আফ্রিদির দেহে ছয়টি গুলি লেগেছে। আইনজীবী আদনানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কঠোর নিরাপত্তায় আদালতে নেয়া হয়েছে।
পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা চালানো হয়েছে। পেশাওয়ার হাই কোর্টের প্রাঙ্গণে কীভাবে আদনান পিস্তল নিয়ে ঢুকলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হকের সামরিক শাসনের বিরোধিতা করায় ১৯৭৯ সালে কারাবরণ করেছিলেন আফ্রিদি। তার হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন।
