নির্বাচনে ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে, রানঅফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কি না, সেই প্রশ্ন থেকে যায়।

এবারের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসব পরিস্থিতি তুরস্কজুড়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত এরদোয়ান ৫০ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচদারোগলুও এই সংখ্যা স্পর্শ করতে পারেননি।

আল-জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ সময় গতকাল সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৯৯ দশমিক ৩৮ শতাংশ ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৫ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট। তুরস্কের প্রচলিত নিয়মানুযায়ী, ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তবে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য ৫০ শতাংশ পেতেই হবে।

আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, প্রাপ্ত বেসামরিক ফলাফলে এরদোয়ান এগিয়ে থাকায় রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা যায় তার সমর্থকদের। অনেকে রং মেখে পথে উল্লাসে মাতেন।

এরদোয়ানের সমর্থক টেক্সটাইল কারখানার মালিক ইয়ালসিন ইলড্রিম বলেন, আমরা জানি এখনই উদযাপনের সঠিক সময় নয়। আশা করছি শিগগিরই আমরা বিজয় উদযাপন করব। এরদোয়ান আমাদের দেশের জন্য আদর্শ নেতা। আমরা তাকে ভালোবাসি।

কিলিচদারোগলু দ্বিতীয় দফায় নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এরদোয়ানের দলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছেন তিনি। ফলাফলের প্রথম দিকে বেশ এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান কমতে থাকে। জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এরদোয়ান। আঙ্কারায় দলের সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কিনা, আমরা এখনও জানি না। কিন্তু দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত আমি।