মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জাপানে মার্কিন বাহিনী সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন, এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের পাঁচটি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ ওকিনাওয়াতে। এর আগে গত বুধবার জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, গত বছর জাপানে মার্কিন বাহিনী দ্বারা সংঘটিত পাঁচটি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর অর্ধেকই হয়েছে ওকিনাওয়াতে। গত বৃহস্পতিবার এ নিয়ে কামিকাওয়া আরো বলেন, এই ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এটা এমন কিছু যা হওয়া উচিত নয়... এ ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। যখন আমি ভুক্তভোগীদের কথা ভাবি, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এতে আমি গভীরভাবে ব্যথিত হই।