ইতালির জনসংখ্যা কমছে
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
নিম্ন জন্মহারের কারণে গত কয়েক বছর ধরে জনসংখ্যা কমছে ইতালিতে। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তর ইসতাত জানিয়েছে, জন্মহারে যদি নাটকীয় কোনো পরিবর্তন না ঘটে- সেক্ষেত্রে আরো অন্তত ৭০ বছর অব্যাহত থাকবে এই ধারা। গত সোমবার এক বিবৃতিতে ইসতাত জানিয়েছে, ২০২৩ সালের জানুয়াডরি মাসে ইতালির জনসংখ্যা ছিল ৫ কোটি ৯০ লাখ। বর্তমানে যে বাৎসরিক জন্মহার, তাতে বড় পরিবর্তন না ঘটলে ২০৩০ সালে ইতালির জনসংখ্যা হবে ৫ কোটি ৮৬ লাখ। তারপর ২০৫০ সালে জনসংখ্যা হবে ৫ কোটি ৪৮ লাখ এবং ২০৮০ সালে এই সংখ্যা নেমে আসবে ৪ কোটি ৬১ লাখে। ‘অর্থাৎ শতকরা ভিত্তিতে হিসেব করলে, আগামী ৭০ বছরে ইতালির মোট জনসংখ্যা ২২ শতাংশ হ্রাস পাবে,’ বলা হয়েছে ইসতাতের বিবৃতিতে। জনসংখ্যা হ্রাসের পাশাপাশি আগামী কয়েক দশকে ইতালিতে ৬৫ বছর বা তার অধিক বয়সীদের সংখ্যা বাড়বে; আর তার সঙ্গে পাল্লা দিয়ে হ্রাস পাবে কম বয়সীদের সংখ্যা। আগামী ২০৫০ সাল পর্যন্ত বয়স্ক মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে দক্ষিণ ইতালিতে। ইসতাতের হিসেব অনুযায়ী, আগামী দুই দশকে ইতালিতে প্রায় ১০ লাখ পরিবার গঠিত হবে। তবে এসব পরিবারের প্রতি চারটির মধ্যে সন্তান থাকবে মাত্র একটি বা তারো কম সংখ্যক পরিবারের। অর্থাৎ আগামী কয়েক দশকে নিঃসন্তান দম্পতির সংখ্যা বাড়বে ইতালিতে।