আফগানদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে জার্মানি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপের দেশ জার্মানি জানিয়েছে, তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আফগানিস্তানের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানে তালেবান সরকারের ভয়ে যারা দেশ ছেড়েছিলেন তাদের দেশে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল জার্মান সরকার।