২২ আরোহীসহ একটি রুশ হেলিকপ্টার দেশটির সুদূর পূর্বে নিখোঁজ হয়েছে। ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ খবর জানিয়েরেছ। স্থানীয় সময় গতকাল শনিবার তারা জানিয়েছে, রাশিয়ার কামচাটকার সুদূর পূর্ব উপদ্বীপে একটি রুশ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে তিন ক্রু সদস্য ও ১৯ জন যাত্রী ছিল। এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং ক্রুরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপরেই কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।