পশ্চিমা দেশগুলোর অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান পেয়ে রাশিয়ায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এসব হামলার নিরপেক্ষ তদন্ত চেয়েছে রাশিয়া। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদে ইউক্রেনের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৬ জন। গত শুক্রবার রাতে বেলগরোদে এ হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। খবর আনাদোলু এজেন্সির। বেলগরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, আহতদের মধ্যে সাত শিশুসহ ৩৭ জনকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গভর্নর আরো বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের চালানো সিরিজ হামলার মধ্যে এটি সর্বশেষ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে গত শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবারো আমরা সব দায়িত্বশীল সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নৃশংস ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে কিয়েভ সরকার এবং এর পশ্চিমা দেশগুলোকে এই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রুশ পররষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত থাকবে যতক্ষণ না তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বরাধ করবে।