গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গোলিয়া আইসিসির সদস্য দেশ হওয়ায় তিনি সেখানে গ্রেপ্তার হবেন কি না সে বিষয়ে বেশ চর্চা হচ্ছে। গতকাল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছান পুতিন। এ সময় তাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়।
২০২৩ সালে আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এটাই আন্তর্জাতিক আদালতের সদস্যভুক্ত কোনো দেশে পুতিনের প্রথম সফল। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। এর আগে, দুইদিনের সফরে গত সোমবার উলানবাটর বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ার প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেয় মঙ্গোলিয়া। রাজধানীর চেঙ্গিস খান স্কয়ার বা সুখবাতার স্কয়ারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয় বিকালে। এ সময় তারা রাশিয়া ও মঙ্গোলিয়ার পতাকা নিয়ে মিছিল করেন। পাঁচ বছর পর মঙ্গোলিয়া সফরে গেলেন পুতিন। জাপানের বিরুদ্ধে সোভিয়ে ও মঙ্গোলিয়ার যৌথবাহিনীর বিজয়ের ৮৫তম বার্ষিকী উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গোলিয়া যান পুতিন। এদিকে, মঙ্গোলিয়ার সরকার পুতিনকে গ্রেপ্তারের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের এক মুখপাত্র রবিবার জানিয়েছেন, মঙ্গোলিয়া সফরে গেলে পুতিনকে গ্রেপ্তাার করতে হবে- আইসিসি চিঠি পাঠিয়ে এমন কোনো নির্দেশনা দেয়নি।