মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর দখলকৃত অঞ্চলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন দেশটির জান্তাপ্রধান। এ জন্য সেখানকার বেসামরিক নাগরিকদের সতর্ক করেছেন তিনি। গত বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সম্প্রতি চীন সীমান্তবর্তী শান প্রদেশে বিরোধীদের কাছে বেশ কিছু অঞ্চলের দখল হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এ ছাড়া সামরিক স্থাপনা ও সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধীরা।