ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭০০ ছাড়ালো

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭০০ ছাড়ালো

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত সোমবার থেকে লেবাননে দেশটির হামলায় নিহত বেড়ে ৭০০ ছাড়ালো। খবর আল জাজিরার। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বাড়তে থাকে। লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা বেড়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৯২ জন। অন্যদিকে হিজবুল্লাহর রকেট ও ড্রোনে ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হোয়াইট হাউস বলছে, লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সঙ্গে ‘সমন্বিত’ ছিল, যদিও ইসরাইল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তেল আবিব এরই মধ্যে নতুন করে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করে নিয়েছে। ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত