আরজি কর কাণ্ডে ৫৯ জনের শাস্তি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ৫৯ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ওই হাসপাতালের মেডিকেল কাউন্সিল। অভিযুক্তদের বিরুদ্ধে গড়া তদন্ত কমিটির তদন্ত শেষে সুপারিশের ভিত্তিতে গত শনিবার শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়া হয়েছে। গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এর পর থেকে রাজ্যজুড়ে চলে চিকিৎসকদের তুমুল আন্দোলন। রাজপথের আন্দোলনে যুক্ত হন নানা শ্রেণি পেশার মানুষ। প্রচণ্ড আন্দোলনের মুখে আর জি কর হাসপাতালের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। বদলি করা হয় কলকাতার পুলিশ কমিশনারকেও। ক্যাটাগরি ওয়ান-এর আওতায় যে ১০ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে, তাদের মেডিকেল কলেজ থেকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে।