সোমালিয়ায় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক উভয়ই ছিলেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মোগাদিশুতে জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমি নামে একটি পুলিশ ট্রেনিং স্কুলের বাইরের ওই রেস্তোরাঁতে বোমা বিস্ফোরিত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অজ্ঞাত ডিভাইসের সাহায্যে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।