আল-জাজিরার ছয় সাংবাদিককে হামাস দাবি ইসরায়েলের

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার ছয় সাংবাদিককে এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) গত বুধবার জানিয়েছে, তারা গাজা উপত্যকায় এমন নথি পেয়েছে, যাতে দেখায় গেছে আল-জাজিরার ছয়জন সক্রিয় সাংবাদিক হামাস এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্য। খবর টাইমস অব ইসরায়েলের। আইডিএফ ওইসব সাংবাদিকদের নাম উল্লেখ করেছে। তারা হলেন, আনাস আল-শরিফ, আলা সালামেহ, হোসাম শাবাত, আশরাফ আল-সররাজ, ইসমাইল আবু ওমর এবং তালাল আল-আররুকি। আইডিএফ-এর মতে, আল-শরিফ হামাসের নুসিরাত ব্যাটালিয়নে একটি রকেট লঞ্চিং স্কোয়াডের প্রধান এবং নুখবা ফোর্স কোম্পানির সদস্য হিসেবে কাজ করেছেন, ইসলামি জিহাদে শাবোরা ব্যাটালিয়নের প্রচার ইউনিটের উপ-প্রধান হিসেবে সালামেহ, হামাসের বেইত হ্যানউন ব্যাটালিয়নে স্নাইপার হিসেবে শাবাত, ইসলামি জিহাদের বুরেজ ব্যাটালিয়নের সদস্য হিসেবে আল-সাররাজ, আবু ওমর পূর্ব খান ইউনিস ব্যাটালিয়নে ট্রেনিং কোম্পানি কমান্ডার হিসেবে (কয়েক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন) এবং হামাসের নুসাইরাত ব্যাটালিয়নে টিম কমান্ডার হিসেবে আল-আররুকি কাজ করছেন।