কিইভের বহুতল ভবনে রুশ ড্রোন হামলায় নিহত এক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিইভের একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকোর বরাত দিয়ে রয়টার্স জানায়, শহরের কেন্দ্রস্থলের পশ্চিমে সোলোমিয়ানস্কি জেলার ওই বহুতল ভবন থেকে শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

টেলিগ্রামের একটি পোস্টে পোপকো জানিয়েছেন, ‘ইউক্রেইনের সলোমিয়ানস্কি জেলার বহুতল ভবনের ১৭ থেকে ২১ তলা পর্যন্ত অ্যাপার্টমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’ মেয়র ভিতালি ক্লিটসকো বলেন, এই হামলায় এক কিশোরী নিহত হয়েছে। আহত পাঁচজনের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পপকো আরো বলেন, মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি জেলার একটি খোলা জায়গায় ড্রোনের টুকরো পড়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।