স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় হড়কা বানে এই বিপর্যয় নেমে আসে। অতিবৃষ্টির কারণে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে ইউরোপের দেশটি। গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যায় ভ্যালেন্সিয়া প্রদেশেই ৯২ জন মারা গিয়েছেন। স্পেনের সরকার জানিয়েছে, বন্যায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ। তাই মৃত মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির টেরিটোরিয়াল পলিসি অ্যান্ড ডেমোক্রেটিক মেমোরি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস জানান, বন্যায় পূর্ব উপকূল এবং মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যবর্তী প্রধান মহাসড়কসহ ৬০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।