ভিয়েতনামে আকস্মিক বিস্ফোরণে ১২ সেনা নিহত

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ ভিয়েতনামে সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার এএফপি এ খবর জানায়। গত সোমবার রাতে দক্ষিণ ভিয়েতনামের শিল্প কেন্দ্র ডং নাইতে ৭তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে এ বিস্ফোরণটি ঘটে। স্থানীয় একটি সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড়ের সময় সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে। সপ্তম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনো নিহতদের বেশ কয়েকটি লাশের সন্ধান করছে।