জার্মানিতে রাশিয়ার বিপুল অঙ্কের সম্পদ জব্দ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার প্রায় সাড়ে তিন বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জব্দ করেছে জার্মানি। রাশিয়ার ফেডারেল অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের। সূত্রের বরাত দিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জার্মানিতে জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, কালো তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জব্দ করা তহবিল এবং অর্থনৈতিক সংস্থান। সেই সঙ্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি সম্পদও জব্দ করা হয়েছে। এ ছাড়াও দেশটির রাজ্যগুলোতে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার অর্থ মন্ত্রণালয়। ২০২৩ সালের ডিসেম্বরের শেষে জার্মান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যেই মাসের শুরুতে রাশিয়ার মোট প্রায় ৪.১ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে কর্তৃপক্ষ।
