কাজানে হামলা
ইউক্রেনকে ধ্বংসের হুমকি পুতিনের
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার তাতারস্তান অঞ্চলের কাজান শহরে একাধিক ভবনে গত শনিবার ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শনিবার ছয়টি ড্রোন কাজান শহরে আবাসিক ভবন ও একটি শিল্প কারখানায় আঘাত হানে। হামলার পর গত রোববার এক ভিডিও বক্তব্যে পুতিন বলেন, যারা রাশিয়াকে ধ্বংস করতে চায়, তারা বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে এবং তাদের এই কাজের জন্য আফসোস করতে হবে। খবর তাসের। শনিবারের হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও, রুশ গণমাধ্যম জানিয়েছে যে হামলার সময় জানালার কাচ ভেঙে তিনজন সামান্য আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, ড্রোনের আঘাতে একটি উঁচু ভবনে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। কাজান শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেন এই হামলার দায় স্বীকার না করলেও, বিশ্লেষকরা মনে করছেন এটি কিয়েভের উপর রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হতে পারে।
এর আগে, পুতিন কিয়েভের কেন্দ্রস্থলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এদিকে, রাশিয়া পূর্ব ইউক্রেনে নতুন এলাকা দখলের দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা খারকিভের লোজোভা গ্রাম এবং দোনেৎস্কের সোনৎসিভকা গ্রাম দখল করেছে। বিশেষ করে সোনৎসিভকা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কুরাখোভের কাছে অবস্থিত। সম্পদসমৃদ্ধ অঞ্চল কুরাখোভ রাশিয়া ঘিরে ফেলেছে, যা দোনেৎস্ক দখলে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই ২০২৪ সালে মস্কো যতটা সম্ভব অঞ্চল দখল করতে চাইছে।
